কবির জীবনী

আমি পার্থ মণ্ডল। পুরো নাম পার্থ কুমার মণ্ডল। আমার জন্মস্থান জেলার বটিয়াঘাটা উপজেলার দেবীতলা গ্রাম। আমার  জন্ম ১৯৭৪ সালের ১লা অক্টোবর। আমার শৈশবকাল মামাবাড়িতে কেটেছে।শৈশবে দেবীতলা ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতে খড়ি হয়। ইংরেজি ১৯৯০ সালে বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয় থেকে েএস এস সি পাস এবং বটিয়াঘাটা ডিগ্রী মহাবিদ্যালয়  থেকে  এইচ এস সি পাস করি। অতঃপর নানা কারণে উচ্চতর ডিগ্রী অর্জন করা সম্ভব হয়ে ওঠেনি।

পিতা কাত্তির্ক চন্দ্র মণ্ডল বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। বাংলা সাহিত্যে তার অসাধারণ পান্ডিত্য ছিল। পিতাকে লেখালেখি করতে দেখে আমার মধ্যেও লেখালেখির  আগ্রহ জন্মে। জীবনের শুরুর দিকে তেমন কিছু লেখা হয়নি। ২০০০ সালের পর থেকে কিছু কিছু লেখা শুরু হয়। কবিতা,গল্প,নাটক , গান ্ইত্যাদি লেখালেখি জন্য কখনো কাগজ-কলম ব্যবহার করা হয় নি। কোনো কাব্য গ্রন্থও প্রকাশ করা হয়নি। প্রথম দিকে কবিতাগুলি দর্শকদের জন্য ফেসবুকের পাতায় পোষ্ট করা হয়। পরবর্তীতে কবিতা সংরক্ষণের জন্য ওয়েব সাইট কে কাজে লাগানো হয়। ফুলের রং এক্ই সাথে একটি কাব্য গ্রন্থ এবং একটি ওয়েব সাইট ও বটে। বর্তমান যুগ ডিজিটাল যুগ এ কথা ভেবে কেবল কবিতাগুলি ওয়েবে সংরক্ষণ করার কথা ভাবা হয়েছে।

No comments:

Post a Comment